তপঃসিলি মহিলাদের স্বনির্ভর করার লক্ষে টেইলারিং প্রশিক্ষণ শুরু হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩রা জুলাই, ২০১৮: চা বাগানের তপঃসিলি জাতি ও তপঃসিলি উপজাতি মহিলাদের স্বনির্ভর করার লক্ষে ৬০ দিনের টেইলারিং প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো ফালাকাটা ব্লকে। এই টেইলারিং প্রশিক্ষণ শিবিরে উপস্তিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, ফালাকাটার বিডিও স্মৃতা সূব্বা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা বিশ্বাস, পূর্ত কর্মাদক্ষ সুরেশ লালা প্রমুখ।
এই প্রশিক্ষণ শেষে সকলে এস.ভি.এস.কে.পি’র থেকে লোনের সুবিধা পাবে এবং এদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠন করে এই শিক্ষার দ্বারা ব্যাবসা করে স্বনির্ভর হতে পারবে ও এদের দ্বারা বিভিন্ন সামাজিক কাজ যেমন বাল্য বিবাহ, নারী ও শিশু পাচার প্রভৃতির সচেতনতা করানো হবে। এই খবরটি জানিয়েছেন ফালাকাটার বিডিও স্মৃতা সূব্বা।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)