মোটের ওপর শান্তিপূর্ণ পুনঃ নির্বাচন দেখল উত্তর দিনাজপুর জেলা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, রায়গঞ্জ, ১৬ই মে, ২০১৮: বুধবার দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ কাটলো পুননির্বাচন। এদিন জেলার ৭৩টি বুথে পুননির্বাচন হয়। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের রামপুর এলাকায় শাসকদলের সাথে বিরোধীদের বোমাবাজির ঘটনা ঘটে। কিন্তু খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চোপড়া ব্লকের মালিনগাঁও বুথে ফের পুলিশের মদতে শাসকদল কোনও ভোটারকেই বুথে যেতে দেয়নি বলে অভিযোগ। বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও ফল হয়নি। পাশাপাশি চোপড়া ব্লকের দাসপাড়া এফপি স্কুলের বুথে পুননির্বাচনের সময় পুলিশকে স্বমহিমায় দেখা গেল। কড়া নিরাপত্তার বেষ্টনী অতিক্রম করা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বুথের ২০০ মিটারের বাইরে বের করা নিয়ে গন্ডগোল বাধে। বেশকিছুখন পুলিশের সাথে দুষ্কৃতীদের গুলি বিনিময়ের পরে পিছু হটে দুষ্কৃতীরা। এরকমই কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর জেলার অধিকাংশ বুথে এদিন মানুষের লম্বা লাইন চোখে পড়ে। অনেকেই জানিয়েছেন, এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন থাকলে আর পুননির্বাচনের প্রয়োজন হতো না। যদিও প্রশাসনের তরফে এদিন সম্পুর্ন শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করা হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)