ইসলামপুরে পালিত হয় ‘সেফ ড্রিইভ, সেভ লাইফ’ পথ নিরাপত্তা সপ্তাহ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৯শে এপ্রিল, ২০১৮: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফে পথ নিরাপত্তা সপ্তাহে গত বৃহস্পতিবার ইসলামপুর ট্রাফিক পুলিশের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ট্রাফিক আইনে সচেতন করে তোলার উদ্যোগ। জানা গিয়েছে, চলতি মাসের গত ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রোড সেফটি উইক শুরু হয়েছে। গত ২৩ এপ্রিল সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়। গত ২৪ এপ্রিল ইসলামপুরে পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক আইন সচেতনতা মূলক ব্যানার প্ল্যাকার্ড হাতে রালি অনুষ্ঠিত হয়। এদিন শিশু কিশোর কিশোরীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ট্রাফিক আইনে সচেতন করে তোলার কর্মসূচি পালন করে ইসলামপুর ট্রাফিক পুলিশ। এছাড়াও আগামী দিনগুলোতেও বিভিন্ন ট্রাফিক আইন সচেতন মূলক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর ট্রাফিক ওসি মুর্তজা আলম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিভাবক নিসাবি সিংহ বলেন, ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে ট্রাফিক আইন সচেতনতার উদ্যোগ অবশ্যই প্রশংসনিয়।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)