ছাপ্পা ভোট, বুথ জ্যাম, বোমা, গুলি, সন্ত্রাস দিয়ে সম্পন্ন কুচবিহারের ভোট
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ১৪ই মে, ২০১৮: ছাপ্পা ভোট বোমাবাজি গুলির লড়াই এর মধ্য দিয়ে শেষ হলো কুচবিহার পঞ্চায়েত নির্বাচন। গুলি ও বোমার আঘাতে আহত কমপক্ষে ৫০ জন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের। এদিন ভোট শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্থ থেকে কোথাও শাসক দল বনাম শাসক দল কোথাও বা বিরোধী বিজেপির সাথে সংঘর্ষের খবর আসতে থাকে। দিনহাটা মহকুমার গিতালদহ ১ এ গুলিবিদ্ধ হন মিজানুর রহমান নামের এক তৃনমুল কর্মী। বোমার আঘাতে আহত হন তুতিয়াকুঠির বাসিন্দা জহিরুল হক।ওকরাবাড়ির মহেশ্বর গ্রামে গুলি ও বোমার লড়াইয়ে আহত হন বেশ কয়েকজন। গিতালদহে যুব তৃনমূল নেতা সৈকত খন্দকার কে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে মাদার তৃনমুলের বিরুদ্ধে। কুচবিহার ১নং ব্লকের শুকটাবাড়ী এলাকায় সংঘর্ষে গুরুতর যখম হন বেশ কয়েক জন। কুচবিহার ২নং ব্লকের ডাউয়াগুড়ির একটি বুথে বিজেপি কর্মীর গালে চড় মেরে বিতর্কে জড়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিন ভর বুথজ্যাম ছাপ্পা ভোটের অভিযোগ জেলার সর্বত্রই। কুচবিহার ১নং ব্লকের গুড়িয়াহাটি ১ এর একটি বুথে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে ৩১নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি চালিয়ে পথ অবরোধ তুলে দেয়। গোপালপুরের একটি বুথে ভোট দিতে গেলে দুলাল ভৌমিক নামের এক ভোটার কে মারধোর করার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। এই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান বলে কংগ্রেসের অভিযোগ। যদিও শাসক দল ও পুলিশ দুলাল ভৌমিক হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবী করে।
দিনহাটার ওকরাবাড়ীর মুন্সীরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার দুটি বুথের ব্যলোট বক্স ছিনতাই করে নিয়ে যায় দুঃস্কৃতিরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের একটি বাস লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। কুচবিহার ১ ও ২ নং ব্লকের প্রায় প্রতিটি বুথেই চলে অবাধ ছাপ্পা ভোট। বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত জানান ২০০৮ এ গড়বেতা কেশপুর নন্দীগ্রাম কে কেন্দ্র করে যে ভোট হয়েছিলো তার পুনাবৃত্তি হবে আগামী লোকসভা নির্বাচনে। আবার মানুষ এই রাজ্যে পরিবর্তনের ঝড় তুলবেন। শাসক দলের পতনের বীজ এই পঞ্চায়েত নির্বাচনে শাসক দল নিজেরাই বপন করলেন। এদিকে জেলায় শান্তিপূর্ন ভাবেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে বলে দাবী করেন জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি আবদুল জলিল আহমেদ।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)