গীতা জয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে শুরু হল গীতা যজ্ঞ

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে ডিসেম্বর, ২০১৮: গত ১৯শে ডিসেম্বর ২০১৮তে মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী ছিল সেই উপলক্ষে আজ শিলিগুড়ির ইসকন মন্দিরে ধুমধাম করে গীতা যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে, গীতার ১৮ অধ্যায় সাতশত ৭০০ শ্লোক পাঠ করা শুরু হয়েছে। আজ এই খবর টি.এন.আই কে জানান শিলিগুড়ি ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক শ্রী নাম কৃষ্ণ দাস মহাশয়। তিনি আরও জানান “ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর দ্বারা ভগবত গীতা যথাযথ ১০০র কাছাকাছি ভাষায় অনুবাদ হয়েছে, তার জন্য সারা বিশ্বে ভারতীয় সংস্কৃতি ও শান্তির বাণী দিন দিন আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। এর কারণ খুব সহজেই মানুষেরা নিজের ভাষাতে গীতার বাণী উপলব্ধ করতে পারছেন এই অমূল্য কাজটি করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা  আচার্য, অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ”।

ছবি ও ভিডিও: ইসকন, শিলিগুড়ি 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!