কিছু বিক্ষিপ্ত ঘটনার পরেও ময়নাগুরিতে ভোট শান্তিতেই কাটলো

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ১৪ই মে, ২০১৮: ময়নাগুরি দক্ষিন খাগড়াবাড়ি বুথে ভোট দিতে বাধার সম্মুখীন হল ভোটাররা। বাধার অভিযোগ  করল সি.পি.আই.এম। অভিযোগের তির এখানে শাসক তৃনমূলের দিকে। ময়নাগুরি ব্লকের দক্ষিন খাগড়াবাড়ি ১৬/১৩৭ নং বুথে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সাথেও বচসা বাধে তৃনমূলিদের। কিছুক্ষণের জন্যে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এর পরেও অভিযোগ আসে সি.পি.আই.এম প্রার্থী ও পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনাস্থল ময়নাগুরি ব্লকের দোমহনী ২নং অঞ্চলে। ১৬/৪৪ও ১৬/৪৩নং বুথে। ১৬/৪৩ নং বুথে প্রার্থী শ্রী ব্রজেন্দ্র নাথ রায় ও পোলিং এজেন্ট শ্রী অমল চন্দ্র রায়। ১৬/৪৪নং বুথে প্রার্থী রাবেয়া খাতুন ও এজেন্ট মহ:রফিক। অভিযোগ আবার তৃনমূলের দিকে। সামগ্রিকভাবে দেখা গেছে আজ সকালে প্রচুর বৃষ্টিপাত হলেও ভোটদাতারা ভোট দিতে সকাল থেকেই লাইনে দাড়িয়েছিলেন। এই দিন ময়নাগুরিতে সুভাষনগরপাড়া বুথ, দেবিনগর গার্লস স্কুল বুথ গুলিতে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লক্ষ করা যায়। আবার  ময়নাগুরির অনেক বুথে সব প্রার্থীরা একসাথেই বসে গল্প করতে দেখা গেছে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!