শিলিগুড়ি পুর নিগমের অভিযানে শিলিগুড়িতেও ধরা পড়ল পচা মাংস
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২রা মে, ২০১৮: ভাগাড়ের মরা পশুর মাংস কাণ্ডের জের এবার শিলিগুড়িতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বাংলার টাইমসওফনর্থ.ইন’এ আগেই প্রকাশ পেয়েছিল সেই খবর। আজ শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এক অভিযান চালানো হয়। মূলত অভিযান তিন নম্বর বোরো অফিসের পক্ষ থেকে শিলিগুড়ি পৌরনিগমের ফুড ইন্সপেক্টর গণেশ ভট্টাচার্য এর নেতৃতে চালানো হয়।
শিলিগুড়ি টাউন ষ্টেশনের পেছনে অর্থাৎ বাগরাকোট সংলগ্ন এলাকায় অভিযানের পর দুটো পাঠার মাংসের দোকান থেকে উদ্ধার হল পাঁঠার পচা মাথা, পা ও বেশ কিছু নাড়িভুঁড়ি। নিগম সুত্রে জানা গেছে এই গুলি বিক্রির উদ্দ্যেশে রাখা হয়েছিল। আরও দেখা যায় যে সেই সব অবৈজ্ঞানিক ভাবে সংরক্ষণ করাতে মাংসে পচন এমন ভাবেই ধরে গেছে যে তার মধ্যে পোকাও (ম্যাগট) দেখা গেছে।
আরও পড়ুনঃ কলকাতার মরা-পচা মুরগী কাণ্ডের জেরে উদ্বিগ্ন শিলিগুড়ির ক্রেতা বিক্রেতারা
নিগম সুত্রে জানা যায় যে সেই সব মাংস নষ্ট করে ফেলা হয়। উপস্থিত বোরো চেয়ারম্যান নিখিল সাহানি সংবাদ মাধ্যম কে বলেন “এই মাংস গুলো সম্ভবত শিলিগুড়ির বিভিন্ন ছোট দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। শিলিগুড়িতে এই অভিযান আরও চলবে”।
ছবিঃ সংবাদ চিত্র