ফালাকাটার আরও এক স্কুলে ছাত্রছাত্রীদের জন্যে শুরু হল নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৯শে এপ্রিল, ২০১৮: ফালাকাটা ক্যারাটে অ্যান্ড অ্যাথলেটিক অ্যাকাডেমির সহোযোগিতায় ফালাকাটার শিশু সদন এর ৪৯ জন আবাসিক শিশুদের নিঃশুল্ক ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু করা হলো। এবিষয়ে ক্যারাটে সানশাই শ্রী যদু কীর্তনিয়া বলেন, “এখানকার শিশুদের সপ্তাহে একদিন প্রতি রবিবার করে সকালে এই প্রশিক্ষণ দেবর ব্যাবস্থা করা হয়েছে আগামী পাঁচ বছর পর্যন্ত। আমার সাথে আমাকে সাহায্য করবে শ্রী আশিষ শীল ও শ্রী প্রদীপ আচার্য। এই প্রশিক্ষনের ফলে নিজেদের শরীর সাস্থ্য সুস্থ যেমন থাকবে তেমনি আত্মরক্ষাও করতে সক্ষম হবে”।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments