গতকাল মালবাজারে ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহে বাইক চালকদের গোলাপ এবং চকলেট

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ২৬শে এপ্রিল, ২০১৮: গতকাল ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহে বুধবার ডুয়ার্সের মালবাজারে বাইক চালকদের সচেতন করতে গোলাপ ফুল এবং চকলেট দেওয়া হল। মাল থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দুপুর ১২টা নাগাদ এক বর্ণাঢ্য শোভাযাত্রা মালবাজার শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান এসডিপিও দেবাশীষ চক্রবর্তী, এস.এস.বি ৪৬ ব্যাটেলিয়নের সিও পরাগ সরকার, মাল থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য, ওসি ট্রাফিক অরুন তামাং প্রমুখ। এই উপলক্ষে স্থানীয় সুভাষ মোরে জাতীয় সরকের পাশে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির করা হয়। যানবাহন চালকদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে সচেতন ভাবে গাড়ি চালাতে অনুরোধ করা হয়। হেলমেট ছাড়া বাইক আরোহীকে গোলাপ ফুল দিয়ে সতর্ক করা হয়।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!