বানারহাটে দলীয় কার্য্যালয় দখলের অভিযোগে বিজেপি তৃণমূল সংঘর্ষ

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ২৬শে এপ্রিল, ২০১৮: দলীয় কার্য্যালয় দখলের অভিযোগে বিজেপি তৃণমূল সংঘর্ষ।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বানারহাট থানার চামটিমুখি এলাকাতে। হঠাৎই এদিন বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে বাধে এবং আহত হয় দুই পক্ষের প্রায় ১৫ জন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় দুটি বাইক ও বেশ কয়েকটি সাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে  দলীয় কার্যালয় দখলের অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি। বিজেপির অভিযোগ বিজেপির কার্য্যালয় দখল করে তৃণমূল এবং ক্যার্য্যালয়ের ভেতরে থাকা বিজেপির দলীয় জিনিসপত্র বাইরে ফেলে দেয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ কার্য্যালয়টি তৃণমুলেরই। বিজেপি এসে কার্য্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং তাদের বলে দাবী করে। স্থানীয় বিজেপি নেতা শরৎ সাহা বলেন, তৃনমূল কংগ্রেসের কর্মীরা আচমকা হানা দিয়ে দলীয় কার্যালয় দখল নেবার চেষ্টা চালাচ্ছে। বাধা দিতে গেলেই মারধর করছে। এদিনের ঘটনায় ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছে। পাল্টা বানারহাট সাংগঠনিক ব্লক তৃনমূল সভাপতি রাজু গুরুঙ বলেন, বিজেপির আক্রমনে ৯ জন তৃণমূল কর্মী আহত হয়েছে। যেভাবে বিজেপি এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে তাতে মানুষ রাতে ঘর থেকে বের হতে পারছে না। গোটা ঘটনাই পুলিশকে জানানো হয়েছে এবং দোষীদের গ্রেফতারের দাবী করা হয়েছে। এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ সুত্রে জানানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।পুলিশি নজরদারি রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!