ধুপগুড়ীতে এবার বিজেপি ও বামফ্রন্টের ওপর যৌথ সন্ত্রাসের অভিযোগ
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ২৫শে এপ্রিল, ২০১৮: এবার রাম – বামের ওপর যৌথ সন্ত্রাসের অভিযোগ। প্রচার সেরে ফেরার পথে বিজেপি এবং সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/২৩০ নং বুথ এলাকায় মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, এদিন রাতে ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী নিলীমা রায়ের স্বামী শিশির কুমার রায় এবং তার লোকজন এলাকায় প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি এবং সিপিএম কর্মীরা মিলিত ভাবে তাদের উপর আক্রমন করে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় সঙ্গে থাকা অনেকেই। এরপর বিজেপি এবং সিপিএম কর্মীরা যৌথ ভাবে বাঁশ, লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষন সংহর্ষ চলে। ঘটনায় গুরুতর আহত হয় শিশির রায় সহ দুই পক্ষের আরো চার জন। এরপর দলীয় কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধুপগুড়ী হাসপাতালে নিয়ে গেলে শিশির রায়কে ভর্তি করা হয় এবং আহত চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে সিপিএম সর্মথিত নির্দল প্রার্থীর স্বামীও রয়েছে। এদিন রাতে শিশির রায় জানায় বিজেপি এবং সিপিএম কর্মীরা এই এলাকা থেকে নির্দল প্রার্থীর পক্ষের বলে দাবী করছিল এবং নৌকা চিহ্নে ভোট দেওয়ার কথা বলছিল।লাঠি এবং বাঁশ দিয়ে মাথায় পিঠে এবং বুকে আঘাত করে।থানায় অভিযোগ দায়ের করা হবে। সিপিএম নেতা রাজকুমার রায় বলেন,তৃণমুল ভোটে জিততে মানুষের সহানুভুতি আদায়ের চেষ্টা করতে নাটক করছে। হামলা চালিয়েছে তৃণমূল। এদিকে ঘটনার খবর পেয়ে ধুপগুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখে।পুলিশ সুত্রে জানা গিয়েছে এই এলাকায় বিজেপি বিনা অনুমতিতে মিছিল করছিল এদিন রাতে। তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)