আলিপুরদুয়ার জেলার রক্ত সংকট কাটাতে মাহাবুবীয়া আঞ্জুমানের রক্তদান শিবির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৩শে এপ্রিল, ২০১৮: জেলার হাসপাতালে রক্তের সংকট বেড়েই চলেছে। রক্তের জন্য রুগীর আত্মীয়রা হন্যে হয়ে ঘুরছে। জেলায় রক্তের সংকট মেটাতে দেওগাঁও মাহাবুবীয়া আঞ্জুমান (চিশতীয়া) এর উদ্যোগে দক্ষিণ দেওগাঁও ট্রাইবালপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ১৮তম বর্ষ রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, সাস্থ্য পরীক্ষা শিবির ও ধর্মীয় সভা। এই অনুষ্ঠানে ৩৬ জন পুরুষ ও ১৪ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাঙ্ক সহোজোগীতা করে। এছাড়া চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলকার প্রায় সকলে উপস্তিত ছিলেন।
ছবিঃ প্রতীকী
Facebook Comments