ধুপগুড়ীতে প্রতিবেশীর ফাঁসিতে মৃত্যু অনুকরনে পঞ্চম শ্রেনীর ছাত্র গুরুতর আহত
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ২৩শে এপ্রিল, ২০১৮: প্রতিবেশীর ফাঁসিতে মৃত্যু অনুকরন করতে গিয়ে গুরুতর আহত পঞ্চম শ্রেনীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ীর পুর্ব শালবাড়ি এলাকায়। বর্তমানে ওই কিশোর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ১১ বছর বয়সী ওই ছাত্রের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার অনুক্রনের চেষ্টার ঘটনায় শালবাড়ি স্কুলের শিক্ষকরাও অবাক হয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ডঃ কৃষ্ণ দেবও এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি স্কুলেই ছাত্র ছাত্রীদের কাউন্সেলিংয়ের কথা জানিয়েছেন। শনিবার পুর্বশালবাড়ি এলাকাতেই এক গৃহবধূ স্বামীর সঙ্গে বচসার পর গলার দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ঝুলন্ত মৃতদেহ দেখতে যায়। ওই ছাত্রও সেদিন ঘটনাস্থলে গিয়েছিল। ফিরে এসে রবিবার দিনই সে এই দুঃসাহসিক অনুকরণের ঘটনা ঘটায়। পরিবার ও স্কুলের দাবী, সম্ভবত ওই ঘটনার জেরেই ছাত্রটির মনের মধ্যে প্রভাব পড়তে পারে। আহত অবস্তায় ছাত্রটিকে প্রথমে ধূপগুড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় বাসিন্দা মহম্মদ হানিফা বলেন, পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। ছাত্রটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে ফেরার পরই বাকী ঘটনা জানা যাবে।