সরকারী ভাবে তুফানগঞ্জে নির্বিঘ্নেই মনোনয়ন পড়ল বর্ধিত শেষ দিনে
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ২৩শে এপ্রিল, ২০১৮: গোটা রাজ্যের মতো তুফানগঞ্জ মহকুমাতেও শেষ হলো মনোনয়ন পএ জমা দেওয়ার কাজ। সকল থেকেই মহকুমা শাসকের করনের সামনে ও ব্লক অফিসের সামনে সমষ্ঠি উন্নয়ন আধিকারিক করনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সৌমাল্য আইচ মহাশয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরটাকে নিরাপত্তার চাদরে মরে ফেলে। রাস্তার মোড়ে মোড়ে তৃনমূল কংগ্রেসের কর্মীদের দেখা যায়। কোনো রকম অশান্তি খবর নেই বলেই জানা যায়। তবে সব শেষে দেখা যায় মহকুমা শাসকের করনে মাত্র দুটি বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা পরে। এবং সমষ্ঠি উন্নয়ন আধিকারিক করনে দুটি পঞ্চায়েতেও বিজেপি মনোনয়ন জমা দিতে পেরেছে বলেই খবর।
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)