ইসলামপুরে আজ দুটি শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করলেন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২২শে এপ্রিল, ২০১৮: ইসলামপুর মহকুমা হাসপাতালের রক্তসঙ্কট মেটাতে ধারাবাহিকভাবে ফি বছর রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন (পিসিডিএ) ও মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব। রবিবার ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে পিসিডিএ। এদিনের রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও এদিনের সম্মেলনে পিসিডিএ’র রাজ্য সম্পাদক কৌশিক সর্দার, উত্তরবঙ্গের সংগঠক শুভেন্দু মজুমদার সহ অন্যান্য সদস্যরাও হাজির ছিলেন। পাশাপাশি এদিন রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে ইসলামপুরের মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব। এদিনের মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাবের শিবিরে ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও বিনামূল্যে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের দুটি শিবিরই ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা পরিচালনা করেন। এদিনের দুটি শিবির থেকে সংগ্ৰহ হওয়া ৮১ ইউনিট রক্ত ইসলামপুরের মুমুর্ষ রোগীর সাহায্যার্থে কাজে লাগবে। দুটি শিবিরেই মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)