এবার মন্দিরে হানা দিয়ে কামাখ্যাগুড়িতে নাবালিকার বিয়ে রুখলো পুলিস
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৬ই এপ্রিল, ২০১৮: গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে। জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি কামাখ্যাগুড়ির তেঁতুলতলা এলাকায়। এদিন উত্তর ২৪ পরগণার অমিত দাস নামে এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে হচ্ছিল কামাখ্যাগুড়ির শিববাড়ির একটি মন্দিরে। খবর পেয়ে পুলিশ ওই মন্দিরে উপস্থিত হয়ে বিয়ে আটকে দেয়। জানা গিয়েছে, মেয়েটি কামাখ্যাগুড়ি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়েটির বয়স ১৫ বছর। পুলিশি জেরার অমিত দাস জানায় সে ছত্তিশগড়ের একটি ইস্পাত কারখানার কর্মরত। তার বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার নওয়াপাড়ায়। কিছুদিন আগে কুচবিহার রাস মেলায় মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এদিন মন্দিরে তাদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মন্দিরে গিয়ে পুলিশ বিয়ে বন্ধ করে দেয় এবং তাদের ফাঁড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে উপস্থিত কুমারগ্রাম ব্লকের বিডিও লাকপা শেরিং ভুটিয়া। বিডিও-র উপস্থিতিতে মেয়ের বাড়ির লোকেরা লিখিত মুচলেকা দিয়েছেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। বিডিও জানান, খবর পেয়ে পুলিশ ওই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। এরপর লিখিত মেয়ের পরিবারের লোকেদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)