‘দূরে কোথাও’ ১৪২৫ বর্ষ বরন করল ফালাকাটা শিশু সদনের শিশুদের নিয়ে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৬ই এপ্রিল, ২০১৮: দূরে কোথাও – এর উদ্যোগে ফালাকাটা শিশু সদনের শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল বর্ষবরন উতসব। প্রথমে ফালাকাটা শিশু সদনের শিশুদের মাঠে আবাসিক শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, এরপর শিশুরা রাভা নৃত্য প্রদর্শন করে। দুপুরে সকল শিশুদের নিয়ে কিছু মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থা করা হয়। এরপর সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, শিশুদের প্রত্যেকে ডায়রিও দেওয়া হয়।

এদিন এই বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিকরা। দূরে কোথাও – এর সম্পাদক শ্রী অরিন্দম ভট্টাচার্য ও সহ সম্পাদক শ্রীমতী সন্দীপা নন্দী ও কো-অর্ডিনেটর শ্রী রামসেবক গুপ্ত বলেন, “আমরা বছরের প্রথম দিনটি হোমের কচি কাঁচাদের সঙ্গে কাটাতে পেরে নিজেদের ধন্য মনে করছি। প্রথমে একটি ছোট্ট অনুষ্ঠানএর মধ্য দিয়ে এই দিনটি পালন করি। আজ এই হোমর কচিকাঁচাদেড় জার্সি, ফুটবল, বই, খাতা, কলম, ডায়রি প্রভৃতি শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হোলো। এখানে আজ আমরা সকলে খুবই আনন্দে কাটালাম”। দূরে কোথাও – এর উদ্যোগে বর্ষবরন এক কথায় অভিনব।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!