সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ময়নাগুরিতে মিছিল করল বামফ্রন্ট
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৩১শে মার্চ ২০১৮: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব মানুষকে এক হবার আহ্ববানে মিছিল মময়নাগুরিতে। সমগ্র পশ্চিমবঙ্গ জুরে প্রতিনিয়ত হয়ে চলা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শনিবার ময়নাগুড়িতে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল হয়। এই মিছিলটি পার্টি অফিস থেকে বের হয়ে সমগ্র ময়নাগুরি পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন শ্রী বিজয়বন্ধু মজুমদার, শ্রী হরিহর রায় বসুনীয়া, শ্রীমতী দীপ্তি দত্ত, শ্রী জ্যোতিপ্রকাশ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গের রাণীগঞ্জ, আসানসোল, কাকিনারা সহ রাজ্যজুরে ঘটে চলেছে অশান্তি। সে সব জায়গায় শান্তি রক্ষার আহ্বানে এই মিছিল বলে জানান সিপিএম এর শ্রী জ্যোতিপ্রকাশ ঘোষ। শ্রী জ্যোতিপ্রকাশ ঘোষ আরো জানান বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুরে কিছুদিন আগে রামনবমী নিয়ে বিজেপি এবং তৃণমূলের গন্ডগোলে যে অস্থির পরিস্থিতির তৈরি হয়েছে তার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিদ্বেষ নয় শান্তির উদ্দেশ্যেই এই মিছিল।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)