ময়নাগুরিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত জলপাইগুড়ির ১০ জন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২২শে এপ্রিল, ২০১৮: পথ দুর্ঘটনায় আহত হলেন ১০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুরি কলেজ মোড়ে। জানা গিয়েছে, এদিন পন্যবাহী একটি ছোট গাড়ি হঠাৎ নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে একটি বাঁশ ঝাড়ে ধাক্কা মাড়ে। ঘটনায় আহত হন চালক সহ মোট দশ জন যাত্রী। এরপর স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের নিয়ে যাওয়া হয় ময়নাগুরি হাসপাতালে। এরপর কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
ময়নাগুরি দমকলের কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে আসেন। এরপর খবর পেয়ে ময়নাগুরি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে। জানা গিয়েছে, আহতরা প্রত্যেকেই জলপাইগুড়ির বাসিন্দা। এরা মালবাজারে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)