অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের শিবির অনুষ্ঠিত হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২০শে এপ্রিল, ২০১৮: অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে আদিবাসী সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কূজূর, ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, বিশিষ্ট সমাজসেবী শ্রী মোহন শর্মা, শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, শ্রী তুষার চক্রবর্ত্তী প্রমুখ। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ফালাকাটা শাখার সম্পাদক শ্রী বিনয় মুর্মু বলেন, আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে আছে। এই সমাজকে এগিয়ে আনতে সচেতনতার প্রয়োজন। নারী পাচার, বাল্য বিবাহ, শিশু শ্রম প্রভৃতির উপর সচেতন করানো হলো। এছারাও এক মনোগ্য সাংক্রিতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments