এবার গোয়ালপোখরে তৃণমূল – বিজেপি সংঘর্ষে রাজনৈতিক উত্তেজনা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই গোয়ালপোখর ১৭ই এপ্রিল, ২০১৮: সোমবার রাতে গোয়ালপোখরের নন্দঝার বাজার এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা দেখা দেয়। জানা গিয়েছে, গোয়ালপোখর এক ব্লকের নন্দঝার বাজার এলাকায় গতকাল সোমবার রাতে তৃণমূলের আচমকা হামলায় বিজেপি কর্মী গুরুতর আহত হয়। বিজেপি কর্মী শ্রী কনকন বায় কাল রাতে ওজাপুকুর এলাকা থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই তার উপর হামলা হয় বলে অভিযোগ। ওই রাতেই তাকে ইসলামপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। শ্রী কনকন রায়ের পরিবারের পক্ষ থেকে রাতেই গোয়ালপোখর থানার পাঞ্জিপারা পুলিশ ফারিতে অভিযোগ দায়ের করা হয়। পাঞ্জিপারা ফারির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। আক্রান্ত কনকন রাযের ভাই দুলাল রায় বলেন, “আমরা বিজেপি করি তবে আমাদের কারো সাথে কারো কোনও শত্রুতা নেই। আমার দাদা আখের রস বিক্রি করে। দিনভর কাজ করে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই তৃণমূলের লোকেরা এসে দাদাকে আচমকা মারধর শুরু করে। আমরা এগিয়ে যেতেই ওরা পালিয়ে যায়”। তৃণমূল নেতা শ্রী কৃপা সিন্ধু পোদ্দার বলেন, “অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিজেপি আমাদের দলকে বদনাম করছে”।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)