ফালাকাটায় বামফ্রন্টের ডাকা ৬ ঘণ্টা বনধে জন জীবন ছিল স্বাভাবিক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৩ই এপ্রিল, ২০১৮: শুক্রবার ছয় ঘন্টার বামফ্রন্টের ডাকা প্রতিকি বনধের প্রভাব পড়ল না ফালাকাটায়। সকাল থেকেই জনজীবন, ব্যাবসা বাণিজ্য, দোকানপাট, সরকারি বেসরকারি সমস্ত পরিবহণ, সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজ, অফিস, ব্যাঙ্ক সবই ছিল স্বাভাবিক অন্যন্য দিনের মতো খোলা। সকাল থেকেই দোকানপাট ছিল খোলা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ফালাকাটা স্টেশন থেকে সকালবেলা দুরপাল্লার সমস্ত বাস এসেছে, বেসরকারি ছোট বড় সমস্ত গাড়ি চলাচল করেছে রোজকার মতোই। এদিন চা-বাগানেও পাতা তোলার কাজ ছিল স্বাভাবিক, সরকারি বাসের পাশাপাশি ছিল বেসরকারি বাসও পথে নেমেছে, স্কুল কলেজ ছিল স্বাভাবিক, ব্লক প্রশাসনের তরফে সকাল থেকেই ছিল বাড়তি সর্তকতা ছিল। রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশ মোতায়েন। জন জীবন ছিল স্বাভাবিক। উল্লেখ্য আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে ঘিরে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ এনে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত ছয় ঘন্টার প্রতিকী বনধ ডাকে বামফ্রন্ট। যদিও শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ নাসৎ করা হয়। বামফ্রন্ট এ পক্ষথেকে বন্ধ সর্বাত্মক দাবি করা হলেও শাসক দলের পক্ষ থেকে বন্ধ ব্যর্থ বলেই দাবি করা হয়েছে।