কুচবিহারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে তুফানগঞ্জ প্রেস ক্লাব
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ৪ঠা এপ্রিল, ২০১৮: কুচবিহার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে সামনে দুষ্কৃতীদের হাতে সাংবাদিক হেনস্থার হয়। তারই প্রতিবাদ তুফানগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে তুফানগঞ্জ ১ নং ব্লকের বিডিও শ্রী শুভজিৎ দাশগুপ্তের হাতে দাবিসনদ তুলে দেওয়া হয়। তুফানগঞ্জে প্রেস ক্লাবের পক্ষে শ্রী সঞ্জীব সরকার ও শ্রী শিশির গুহ জানিয়েছেন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া গনতন্ত্রের উপর আঘাত আনা। তুফানগঞ্জে ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভজিৎ দাশগুপ্ত জানিয়েছেন এই দাবিসনদ উর্ধতন কতৃপক্ষকে পাঠানো হবে।
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)
Facebook Comments