ময়নাগুরিতে পঞ্চায়েত মনোনয়ন শান্তিপূর্ণ ভাবেই চলছে, গণ্ডগোলের খবর নেই
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৪ঠা এপ্রিল, ২০১৮: সামনেই পঞ্চায়েত ভোট।আর এই ভোট ঘিরে ব্যস্ততা তুঙ্গে সমগ্র রাজ্যে। গত ২ তারিখ থেকে শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়া চলবে ৯ তারিখ পর্যন্ত। ময়নাগুরি বিডিও অফিসেও মনোনয়ন জমা ঘিরে এদিন বিশেষ পুলিশি নিরাপত্তা লক্ষ করা গেলো। এই দিন নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদেরও দেখা গেলো। ময়নাগুরির বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান মনোনয়ন শান্তি পূর্ণ ভাবেই চলছে। মনোনয়ন জমা করতে আসা লোকেদের জন্য বিশেষ ‘মে আই হেল্প ইউ ডেস্ক’ এর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি অঞ্চলের জন্য আলাদা আলাদা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান যেহেতু নির্বাচন এর দিন হঠাৎ করে ঘোষিত হয়েছে তাই এই মূহুর্তে ব্যস্ততা অবশ্যই তুঙ্গে। মনোনয়ন জমা দিতে আসা তৃণমূল পার্টির পক্ষ থেকে শ্রী সজল কুমার বিশ্বাস জানান “মা মাটি মানুষের সরকার যে ভাবে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গে জুরে যে উন্নয়নের জোয়ার মানুষ অবশ্যই সে দিকেই নজর রেখে ভোট দেবে”। অপর দিকে বিজেপি নেতা শ্রী অনুপ পাল জানান “আমরা মনোনয়ন দিতে এসেছি। পঞ্চায়েত নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যপক সাড়া পাচ্ছি। বাংলার মানুষ ভারতীয় জনতাপার্টির হাত ধরে পরিবর্তন চাইছে”।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)