কুচবিহারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব ইসলামপুর মহকুমা জার্নালিস্ট ক্লাব
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৪ঠা এপ্রিল, ২০১৮: কোচবিহারে বুধবার সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব হলো ইসলামপুর সাব ডিভিশনাল জার্নালিস্ট ক্লাব। ওই ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইসলামপুর মহকুমা শাসক মারফত স্মারকলিপি প্রদান করল ইসলামপুর সাব-ডিভিশনাল জার্নালিস্ট ক্লাব।
বুধবার বিকেলে ৪টা নাগ ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়ার কাছে এ ব্যাপারে স্মারকলিপি জমা দিতে যান ইসলামপুর সাব-ডিভিশনাল জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষে তপন কুমার বিশ্বাস ও সুবল গোপ বলেন, দিকে দিকে যেভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে আসছে তার একটা বিহিত হওয়া দরকার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যদি এভাবে ক্ষতিগ্রস্ত ও দমনের চেষ্টা করা হয় তা কিন্তু রাষ্ট্র, সমাজ তথা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবে। কাজেই এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি দেওয়া হলো। ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া জানান, তিনি ইসলামপুর সাব-ডিভিশনাল জার্নালিস্ট ক্লাবের সদস্যদের বক্তব্য শুনেছেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিশ্চয়ই জানানো হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)