হাওড়ার ইকো পার্ক ধিরে ধিরে জনপ্রিয় হচ্ছে হাওড়াবাসীদের কাছে
সুরজিৎ মালিক (টী.এন.আই হাওড়া) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই হাওড়া ৪ঠা এপ্রিল, ২০১৮: ২০১৮ নতুন বছরের অন্যতম এক সেরা উপহার হাওড়া শহরের জন্যে। হাওড়ার,ইছাপুরের এই নয়া বিনোদন পার্কটি ইতিমধ্যেই হাওড়া বাসির কাছে অত্যন্ত জনপ্রিয়। আয়তনের দিক থেকে ছোট হলেও বিনোদনের সরঞ্জামের দিক থেকে কচিঁ-কাঁচাদের কাছে ও বেশ প্রিয় হয়ে উঠেছে শহরের এই নয়া বিনদোন পার্কটি।
নিত্যদিনই জনসাধারণের ভিড় হচ্ছে এই পার্কে। ছুটির দিনগুলিতে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পার্কের প্রশাসনিক কর্মীরা। হাওড়াবাসীদের মতে এই বিনোদন পার্ক হাওড়াবাসীদের জন্যে একটি সুন্দর উপহার। হাওড়াবাসীদের মনে জায়গা করে নিয়েছে। বিগত কয়েক বছর ধরে উন্নয়নের স্রোত বইছে হাওড়ায়। উন্নত হয়েছে রাস্তাঘাট, জল নিকাশী বাবস্থার। শহরকে স্বচ্ছ-সুন্দর করতে বিভিন্ন উন্নত মানের পদক্ষেপ গ্রহন করেছে হাওড়া পুরসভা। শহরবাসী আশাবাদী আগামী দিনে উন্নয়নের জোয়ারে ভাসবে হাওড়া শহর।
ছবিঃ সুরজিৎ মালিক (টি.এন.আই)