ত্রিপুরায় আগামী শিক্ষা বর্ষ থেকে চালু হতে পারে এন.সি.ই.আর.টি স্কুল সিলেবাস

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই আগরতলা ১২ই এপ্রিল, ২০১৮: ত্রিপুরায় খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় এন.সি.ই.আর.টি ভিত্তিক স্কুলের সিলেবাস শুরু হতে চলেছে। নতুন সরকারের পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় এন.সি.ই.আর.টির সিলেবার হুবুহু চালু করবার। সূত্রের খবর এই সিলেবাস কার্যকর হবে স্কুলে একেবারে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এন.সি.ই.আর.টি ভিত্তিক স্কুলের সিলেবাসের ইংরেজি বই গুলো বাংলায় করা হবে। সাথে সাথে স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে শুধু স্কুল সিলেবাসি নয়, বিদ্যালয় এবং বোর্ডের পরীক্ষা পদ্ধতি, উত্তরপত্র মূল্যায়ন এবং রেজাল্ট ঘোষণা সবই হবে এন.সি.ই.আর.টি গাইডলাইন মেনে। আগামী শিক্ষাবর্ষেই যাতে নতুন পদ্ধতি চালু করা যেতে পারে এই লক্ষে ত্রিপুরা সরকার এর মধ্যেই রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর থেকে মতামত গ্রহণ করতে শুরু করেছে। এছারাও নতুন শিক্ষা ব্যবস্থায় সংস্কৃত বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও শোনা গেছে। নতুন নিয়মে ষষ্ঠ শ্রেণী থেকেই একজন পড়ুয়ার সংস্কৃত পরবার সুযোগ থাকার সম্ভাবনা। যদিও এইটা থাকবে ঐচ্ছিক বিষয় হিসেবে। তাছাড়া সামগ্রিক ভাবে একজন পড়ুয়াকে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা প্রদান করাই থাকবে ত্রিপুরার নতুন শিক্ষা ব্যাবস্থার মূল উদ্দ্যেশ্য।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!