কুচবিহারের পুন্ডিবারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৩০শে মার্চ ২০১৮: মাত্র ২ মাসের ব্যবধানে ফের ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটল কোচবিহার পুন্ডিবাড়ী বাজারে। প্রায় ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেল এদিনো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ প্রথমে একটি ইলেকট্রনিক্স এর দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোটা বাজারে। কোচবিহার থেকে দমকলের ২টি ইঞ্জিন এলেও আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এরপর ফালাকাটা ও আলিপুরদুয়ার থেকে আরো ৪টি ইঞ্জিন ঘটনা স্থলে এলে, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শর্টসার্কিটের ফলে এই অগ্নীকান্ডের ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৫ কোটি টাকা ব্যয় করে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের দোকান তৈরীর কাজ করছে বলে জানান।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)