দিনভর রডের ভূত আতঙ্কের মধ্যে কাটল মেখলীগঞ্জের কালিরহাট
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ৩০শে জুন, ২০১৮: গল্প নয় সত্যি, ভূত প্রেত আজ আছে এমন যুক্তি মানতে নারাজ আধুনিক মানুষ। তবে এই ধারনার একটু ওলোট পালট হলেই অবশ্য শরীরের ঘাম বের হয়। লোমের গোঁড়ায় শিহরন জাগে। এ কোন আজব দুনিয়া৷ পথ চলতে, বা গভীর রাত্র্ বা শুনশান জায়গায় আচমকা দৃশ্য হয় ভূত। আদৌ কী ভূতপ্রেত আছে? এমন প্রশ্ন কিন্তূ সবার মধ্যই হয়৷ আজ কুচবিহার জেলার মেখলীগঞ্জের উঁচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার কালিরহাট এলাকায় হঠাৎ ভূতের আতঙ্ক ছড়িয়ে পরে৷ সূত্রের খবর, কালিরহাট বাজার সংলগ্ন এক ফাকা জায়গায় এক নির্মীয়মাণ বাড়ির ছাদে এক স্থানীয় বাসিন্দা দেখতে পান যে সেই বাড়ির দেওয়লে তিনটি বেড়িয়ে থাকা রড আপনে আপ দোল খাচ্ছে৷ এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ ছুটে আসে হাজার হাজার মানুষ৷ সব মানুষের চোখের সামনে দুলতে থাকে লোহার রড তিনটি৷
হতবাক হয়ে যান মানুষ জন৷ প্রশ্ন সবার চোখে, এভাবে লোহার রড দোলন খাচ্ছে কেন? অনেক গ্রামবাসী বিষয়টা তাদের মত করে জানার জন্য নিয়ে আসেন ওঝা৷ কেউ আবার দৃশ্য দেখে পালিয়ে যান বাড়িতে৷ প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই রড তিনটে দুলছে, কেন দুলছে সেটা বোঝা যাচ্ছে না৷ কালিরহাটের বাসিন্দা দীপক বসাক, পরিমল রায় জানান – আজব খবর শুনে ছুটে যাই সেখানে। দেখি দুলছে তিনটে রড, যদিও ভূতের কোন যোগ নেই মনে হলেও একটু খটকা লাগছে। প্রসঙ্গত, গোটা দিন রড তিনটির দোলন দৃশ্য দেখার জন্য ভিড় জমান হাজার হাজার মানুষ৷ গ্রামবাসীরা ভুত বললেও এলাকার কয়েকজন যুবকের দাবি সিমেন্ট আর লোহার রড এর চাপ জনিত কারণে এমন হচ্ছে৷ তবে সব মিলিয়ে তিনটে লোহার রডের দোলন দ্রশ্যে দুলল এলাকাবাসীর উৎকণ্ঠা৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)
ফিচার ফটোঃ টি.এন.আই গ্রাফিক্স