খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন নারী দিবস আয়োজন করল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৮ই মার্চ ২০১৮: ফালাকাটার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন নারী ও শিশুদের নিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফালাকাটার বিডিও শ্রীমতী স্মৃতা সূব্বা, উপস্তিত ছিলেন নাবার্ডের জলপাইগুড়ির ডিডিএম, রামসাই কৃষি বিজ্ঞlন কেন্দ্রের কো – অর্ডিনেটর খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক শ্রী লক্ষীকান্ত রায় প্রমুখ। এদিনের অনুষ্ঠানে নারী দিবসের উপর কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষনিক বক্তিতা প্রভৃতির আয়োজন করা হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments