নারী দিবস উপলক্ষে স্লো সাইকেল রেস আয়োজিত হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৮ই মার্চ ২০১৮: আন্তর্জাতিক নারী দিবসে আলিপুরদুয়ার জেলা পুলিশ ও ফালাকাটা থানার উদ্যোগে স্লো সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী। সাইকেল চালিয়ে স্লো সাইকেল রেশ প্রতিযোগিতার সূচনা করেন ফালাকাটার বিডিও শ্রীমতী স্মৃতা সূব্বা, উপস্তিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রী যতীন রায় ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের প্রমুখ। এই প্রতিযোগিতা ফালাকাটার ১২ টি গ্রাম পঞ্চায়েত ও চারটি কলেজের মহিলারা অংশগ্রহণ করেন বিভিন বিভাগে। অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments