বিয়ের জন্যে বিকলাঙ্গ মেয়েদের ত্রাতা ময়নাগুরির রবিউল ইসলাম
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৫ই মার্চ ২০১৮: বিয়েবাড়িতে শুধু সাহায্যই নয় রিতিমত চারা গাছ বিলিয়ে নজির গড়লেন ময়নাগুরি ব্লকের শিঙ্গিমারি গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। রবিউল বাবু জানান সকল প্রকার বিকলাঙ্গ মেয়ে যাদের বিয়েতে সাহায্যর প্রয়োজন তাদের তিনি যথা সাধ্য সহযোগীতা করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।
তিনি জানান, এর আগে অনেক বিকলাঙ্গ মেয়ের বিয়ে তিনি দিয়েছেন। তিনি ৩০বছর যাবৎ এই কাজ করে আসছেন। ২০০১ সালে তিনি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপড ওয়েল্ফেয়ার এসোসিয়েশন তৈরি করেছেন। তিনি জানান আজ এস.ডি.ও সাহেবের উপস্থিতিতে একটি বিয়ে বাড়িতে ৪০০ চারা গাছ তাদের সংস্থার তরফ থেকে বিতরন করা হয়েছে। এই চারা গাছ দেওয়ার একটাই উদ্দেশ্য যে সবুজ কে ধংস নয় সৃষ্টি করতে হবে। এছাড়াও এই মেহুগুনির চারা বিগত দিনে একটি লোক এই গাছে বিশেষ লাভবান হবেন। তিনি আরো জানান এই বিকলাঙ্গদের প্রতি তার এই সংগ্রাম আজীবন চলবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)