চামুর্চীতে ভুটানের আধিকারিকদের নাগরিক সংবর্ধনা
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: ইউনাইটেড চামুর্চীর দ্বারা আয়োজিত ‘শীতকালীন উৎসব’ এর শেষ দিন উৎসব কমিটির পক্ষ থেকে ভুটানের সামসী থানার পুলিশ আধিকারিক, ভুটানের সামসীর দমকলের আধিকারিকদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। শীতকালীন উৎসব কমিটির সভাপতি রেজা করিম ও সম্পাদক শরণ সিঞ্চুরি বলেন ভারত-ভুটান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরোও জোরদার করার উদ্দেশ্যেই শীতকালিন উৎসবের আয়জন করা হয়। সীমান্তবর্তী শহর চামুর্চীতে বিগত দিনে অগ্নিকান্ডের সময় ভুটানের দমকল বাহিনীই আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সীমন্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভুটান পুলিশের ভূমিকা প্রশংসনীয় তাই এদিন ভুটানের সামসী থানার পুলিশ আধিকারিক সাঙ্গে পিঞ্জোর এবং দমকলের সামসী দফতরের আধিকারিক সিরিং কে সম্মানিত করা হয় এরই পাশাপাশি বানারহাট থানার আই.সি বিপুল সিনহা ও বানারহাট স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ চঞ্চল রক্ষিত কেও সংবর্ধনা দেওয়া হয়।