দিল্লীতে ইন্দো-বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে ফালাকাটার ভেটারেন্স ক্লাবের সাফল্য
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রবীণ খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো-বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স মিট। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফালাকাটা ভেটারেন্স ক্লাবের দুই প্রবীণ খেলোয়াড় বাবলা সাহা ও পঙ্কজ মজুমদার এবং তারা সাফল্য লাভ করেন।
বাবলা সাহা ৫০ ঊর্ধ্ব বিভাগে ১০০মিটার দৌড়ে দ্বিতীয় স্থান, ২০০মিটার দৌড় ও লং-জাম্পে তৃতীয় স্থান লাভ করে একটি রৌপ্য পদক ও দুটি তাম্র পদক লাভ করেন। অন্যদিকে, পঙ্কজ মজুমদার ৪৫ঊর্ধ্ব বিভাগে ১০০ মিটার দৌড় ও ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে দুটিতেই তৃতীয় স্থান লাভ করে তাম্র পদক জয় করেন। এছাড়াও দুজনেই নিজ নিজ বিভাগে রিলে দৌড়ে অংশগ্রহণ করে পদক লাভ করেন। উভয় খেলোয়াড়ই আগামী জুন মাসে কলম্বোতে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। উভয় খেলোয়াড়ের এই অভাবিত সাফল্যে সমস্ত ফালাকাটাবাসী গর্বিত।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)