ধুপগুড়ীতে স্কুলকে সাহায্য বন উন্নয়ন নিগমের
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে এবার পাশে দাড়ালো বন উন্নয়ন নিগম। নিগমের ব্যবসায়িক লাভ্যাংশ প্রাথমিক স্কুলে হাই ও লো বেঞ্চ দেবার উদ্যোগ নিল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ রাজামোহন স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে দশটি স্কুলের হাতে ৯ টি করে হাই এবং লো বেঞ্চ এবং একটি করে চেয়ার, টেবিল তুলে দেওয়া হয়। ধুপগুড়ীর বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের সাব কমিটির চেয়ারম্যান শ্রীমতী মিতালি রায়ের কাছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধুপগুড়ীর বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের সাব কমিটির চেয়ারম্যান শ্রীমতী মিতালি রায় বলেন, সারাবছর বন উন্নয়ন নিগমের লাভ্যাংশের কোনো অর্থই আগে উন্নয়নের কাজে ব্যবহার করা হতো না। তবে এবার বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে লাভ্যাংশের ২ শতাংশ সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)