ময়নাগুরিতে আজ শুভ উদ্বোধন হয় শতাব্দী প্রাচীন জল্পেশ মেলা্র
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৪ই ফেব্রুয়ারি ২০১৮: বুধবার আনুস্টানিক ভাবে উদ্বোধন হলো উত্তরবঙ্গ এর ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন জল্পেশ মেলা। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গৌতম দেব। প্রদ্বীপ জ্বালিয়ে এই মেলার শুভ সূচনা করেন মন্ত্রী শ্রী গৌতম দেব। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীমতী রচনা ভগত, এস.জে.ডি.এ চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী, ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী শ্রেয়সী ঘোষ, ময়নাগুরির বিধায়ক শ্রী অনন্ত অধিকারি সহ অন্যান্য আধিকারিকগন। জল্পেশের এই মেলা চলবে ১০ দিন পর্যন্ত।
মেলায় পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর সঙ্গে দমকল এর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা করা হয়েছে। মেলার বিভিন্ন প্রান্তে বিশেষ নজরদারির জন্য সিসি টিভি ক্যমেরার বন্দবস্ত করা হয়েছে। তবে এদিন জল্পেশের যে প্রাচীন নিয়ম মাফিক ফিতা কেটে মেলার উদ্বোধন চোখে পরেনি। মন্ত্রী গৌতম দেব এই ব্যপারে জানান ফিতা কেটে যে করতে হবে এমন কোন ব্যপার নেই তবে প্রদ্বীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয়েছে।অপর দিকে শ্রী সৌরভ চক্রবর্তী এ দিন জল্পেশে এসে জল্পেশ মেলা প্রাঙ্গণে একটি শৌচাগার শুভ উদ্বোধন করেন। এদিন সৌরভ বাবু জানান জল্পেশের এই মেলা উত্তরবঙ্গের অন্যতম মেলা, এই মেলা সুন্দর ভাবে যেন হয় এই জন্য সকলকেই সহযোগীতার হাত বাড়াতে হবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)