ময়নাগুড়িতে আগুনে পুড়ে ছাই হল গৃহস্থের বাড়ি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১২ই ফেব্রুয়ারি ২০১৮: আগুনে পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের বাড়ির দুটি ঘর।সোমবার দুপুরে ময়নাগুড়ির আমগুড়ি এলাকার আশ্রম পাড়াতে এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিকের নাম মন্ডল রায়।খবর পাবার পর ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।তবে ততক্ষণে পাশাপাশি দুটি ঘরের যাবতীয় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। মন্ডল বাবু পরিবহণ কর্মী।কাজে গিয়েছেন বাইরে।বাড়ির পাশেই কাজ করছিলেন স্ত্রী অনিমা রায়।মেয়ে ভাস্বতী রায় স্কুলে গিয়েছে।বাড়ির পাশ থেকে হঠাৎ অনিমা দেবী দেখতে পান ঘর দাউ দাউ করে জ্বলছে । নগদ ৩০ হাজার টাকা ঘরে রাখা ছিল বলে জানান অনিমা দেবী।সেটাও পুড়ে ছাই হয়ে যায়।এছাড়া বীমা সহ জমি ও প্রয়োজনীয় সমস্ত কাগজ পত্র আগুনে পুড়ে যায়।দুটিই টিনের ঘর।মোক ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয় বলে জানান অনিমা দেবী।ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)