ইসলামপুরে বেআইনী মদ ব্যবসায় ধৃত দুই উদ্ধার প্রচুর নকল মদ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১০ই ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর ও গোয়ালপোখরে বেআইনী মদ সহ ধৃত দুই। বেআইনি মদের কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে বমাল গ্রেফতার করলো ইসলামপুর থানার পুলিশ। ধৃতর নাম ভজন মন্ডল। বাড়ি ইসলামপুর থানার দ্বারিভিট এলাকায়।ইসলামপুর থানার আইসি শ্রী রাজেন ছেত্রী জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোট ছয় হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে। তবে ওই মদগুলি নকল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। অন্যদিকে একই রাতে গোয়ালপোখরের মালদুয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে পাঁচশ আট বোতল নকল মদ উদ্ধার করে পুলিশ। তবে মদ উদ্ধার হলেও বাড়ির মালিক পলাতক। যদিও পুলিশ জানিয়েছে, ওই চক্রে যুক্ত থাকার অভিযোগে পুলিশ শংকর সাহানিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। দুটি ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। পাশাপাশি ধৃতদের শনিবার ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)