রাম চন্দ্রের জন্যে সুপার ডিভিশন ক্রিকেটে জয় পেল আঠারোখাই সরোজিনী সংঘ
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৮ই ফেব্রুয়ারি ২০১৮: আজকের সুপার ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আঠারোখাই সরোজিনী সংঘ এবং ওয়াই.এম.এ শিলিগুড়ি। প্রথমে টসে জিতে ওয়াই.এম.এ শিলিগুড়ি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আঠারোখাই সরোজিনী সংঘ ৩৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। আঠারোখাই সরোজিনী সংঘের হয়ে ভালো ব্যাট করে রাম চন্দ্র ঠাকুর ৫৯, কৌশিক গুহ ৪১ এবং তন্ময় সরকার ৩৫। ওয়াই.এম.এ শিলিগুড়ির হয়ে ভালো বল করে প্রসূন দাস। সে ২১ রান দিয়ে ৩ উইকেট দখল করে। জবাবে ওয়াই.এম.এ শিলিগুড়ি ৩১ ওভার এ ৮০ রানে সব উইকেট ওয়াই.এম.এ শিলিগুড়ির হয়ে ১৮ রান করে প্রতীক মুখাৰ্জী। আঠারোখাই সরোজিনী সংঘের হয়ে ২ টি করে উইকেট পায় রাম চন্দ্র ঠাকুর, কৃষ্ণ বর্মন, শিভাং আগারওয়াল। আঠারোখাই সরোজিনী সংঘ ৮৪ রানে জয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আঠারোখাই সরোজিনী সংঘের রাম চন্দ্র ঠাকুর।
ছবিঃ প্রনব দাস(টী.এন.আই)