স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নাবালক ময়নাগুড়িতে গ্রেপ্তার
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৮ই ফেব্রুয়ারি ২০১৮: কোচবিহার জেলার চ্যাংড়াবান্দা হাই স্কুলের ছাত্রীর ওপরে বহিরাগত যুবকের শ্লীলতাহানির ঘটনায় অভিযোগে নড়ে চড়ে বসে কুচবিহার পুলিশ৷ আজ সকালবেলা মেখলীগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবককে ময়নাগুড়ির বর্মপুর এলাকা থেকে গ্রেপ্তার করে৷ শ্লীলতাহানির ঘটনা খবরে প্রকাশ হতেই চাঞ্চল্য ছাড়ায় মেখলীগঞ্জ সহ জেলা জুড়ে৷ জানা যায়, ধৃত যুবক নাবালক, পুলিশ সূত্রে জানা গেছে আজ নাবালক ওই যুবককে গ্রেপ্তার কড়া হয়, আজ দুপুরেই তাকে কোচবিহার জেলা আদালতে পাঠানো হয়৷ উল্ল্যেখযোগ্য যে চ্যাংড়াবান্দা হাই স্কুলের শ্লীলতাহানি ঘটনায় জেলা জুড়ে কড়া সতর্কবার্তা দেন এস.পি শ্রী ভোলানাথ পান্ডে, যাতে কোন প্রকার এই রূপ ঘটনা পরবর্তীতে না ঘটে৷
ছবিঃ প্রনব দাস(টী.এন.আই)