বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদকের উপর হামলা ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৭ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওমালি ফকিরপাড়াতে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক সইদুল ইসলামের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক সইদুল ইসলাম। সেসময় সাথে গাড়িতে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। সবাই দলীয় সমর্থকদের বাড়িতে গিয়েছিলেন ব্যাক্তিগত কাজে। ফেরার পথে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কিছু দুষ্কৃতী আচমকাই হামলা চালায় গাড়িতে। গাড়ির সামনের কাঁচ, পিছনের কাঁচ, দরজার কাঁচ সব ভেঙে দেয়। আক্রান্ত রাজ্য সম্পাদক সইদুল ইসলাম বলেন, হামলাকারীদের প্রত্যেকের হাতে হাসুয়া, দাঁ, লোহার রড, লাঠি নিয়ে চড়াও হয়। এই হামলার পিছনে কে বা কাহারা আছেন তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। আক্রান্ত সইদুল ইসলাম শাসক দলের গুন্ডাবাহিনীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। জখম বিজেপি নেতাকে জটেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কোনো ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা না পাবার দরুন তিনি ক্ষোভ উগরে দেন। আক্রান্ত সইদুল ইসলাম জটেশ্বর পুলিশ ফাঁড়িতে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির ব্লক নেতৃত্ব।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)