ধুপগুড়িতে সাইকেল আরোহীকে পুলিশের বাইকের ধাক্কা ও মারধরের: বিক্ষোভে জনতা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ২৩শে জানুয়ারি ২০১৮: সাইকেল আরোহীকে পুলিশের বাইকের ধাক্কা ও মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাল জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ধুপগুড়ি শহরের ডাউকিমারী রোডের নেতাজী পাড়া এলাকায়। পেশায় বাইকের শোরুম কর্মী নিরঞ্জন রায় এদিন কালীরহাটের দিক থেকে সাইকেলে কর্মস্থলে যোগ দিতে আসছিলেন।সেই সময় পুলিশের এক হোমগার্ড কর্মী বাইক নিয়ে ধুপগুড়ির দিকে আসছিলেন।সেই এই এলাকায় সাইকেলের পেছনে বাইক নিয়ে ধাক্কা মারে এই হোমগার্ড কর্মী বলে অভিযোগ। অভিযুক্তের নাম নীরেন রায়। ধাক্কা লাগতেই রাস্তার পাশে পড়ে যান নিরঞ্জন রায়। উঠে দাঁড়ানো বা আহতের খোজ না নিয়ে অভিযুক্ত তাকে মারধর শুরু। বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার লোকজনেরা। তারা এই পুলিশ কর্মীকে আটক করে ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা জিঞ্জাসা করতেই অভিযুক্ত বলেন তার পরনে থাকা পুলিশি পোশাকই লাইসেন্স। এরপর জনতা উত্তেজিত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অসীম মজুমদার এবং অন্যান্য অফিসাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধুপগুড়ি থানার আই সি সঞ্জয় দত্ত। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বলা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার শিকার নিরঞ্জন রায় বলেন,আমি সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলাম। সেই সময় এই পুলিশ কর্মী বাইক নিয়ে এসে আমার সাইকেলের পেছনে ধাক্কা মারে। আমি পড়ে গেলেও আমাকে না তুলে উলটে মারধর শুরু করে। ঘটনাস্থলে থাকা সৈকত ভট্টাচার্য নামে এক ব্যক্তি বলেন, পুলিশ নিজেই আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আমরা ভুলবশত সামান্য আইন ভঙ্গ করলে আমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)