সুপার ডিভিশন ক্রিকেট লীগে হারা ম্যাচ থেকে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল অগ্রগামী সংঘ
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৩শে জানুয়ারি ২০১৮: আজ থেকে শুরু হলো শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮। বিশিষ্ট জনের মধ্যে খেলা শুরু হবার সময় মাঠে উপস্থিত ছিলেন এস.এম.কে.পির ক্রিকেট সম্পাদক শ্রী অরুপ রত্ন ঘোষ মহাশয়, সহকারী সম্পাদক শ্রী মনোজ ভার্মা, শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এসোসিয়েশন এর সভাপতি শ্রী কৌশিক ঘোষ এবং অনেক প্রাক্তন খেলোয়াড় প্রমুখ। আজ প্রথম ম্যাচ ছিল শিলিগুড়ির অগ্রগামী সংঘর সঙ্গে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মধ্যে। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। অগ্রগামী সংঘ ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করে।
অগ্রগামীর হয়ে ভালো রান করেন রিসব আগরওয়ালা ৪১। তার সঙ্গে যারা রান করে তারা হল আদিত্য শর্মা ২৮ ও রনি মিত্র ২৮। জবাবে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ৪০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৭৩ রানে আটকে যায়। সূর্যনগর এর হয়ে ভালো ব্যাট করে অর্ঘদিপ সাহা ৬৪ আর দিপ সরকার ৩৪। এক সময়ে মনে হয়েছিল সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন হেসে খেলে অগ্রগামী সংঘকে হারিয়ে দেবে কিন্তু শেষ রক্ষা হল না। শেষে ৫ রানে ম্যাচ জিতে নেয় অগ্রগামী সংঘ। আজকের ম্যান অফ দি ম্যাচ হয় সূর্যনগরের অর্ঘদীপ সাহা।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)