মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার মিছিলের ডাক দিলেন প্রাক্তন মন্ত্রী ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২২শে জানুয়ারি ২০১৮: ‘সাত দিনের সময় দেওয়া সত্ত্বেও কৃষকদের সমস্যা মেটাতে কোনও সদিচ্ছা দেখালেন না মুখ্যমন্ত্রী তাই বাইপাসে জমির ন্যাজ্য মূল্যের দাবীতে কৃষকদের উপর মমতা সরকারের পুলিশের নির্বিচারে লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে ধিক্কার মিছিল করবো’। গতকাল ইসলামপুরের ডিম্রুল্লায় কৃষকদের নিয়ে বৈঠকে এমনি তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন ইসলামপুরের নয়বারের প্রাক্তন বিধায়ক তথা গ্রন্থাগারমন্ত্রী আব্দুল করিম চৌধুরী। তিনি জানান আগামী ২৩শে জানুয়ারি ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে আলিগঞ্জ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে কালো প্তহাকা দেখিয়ে কৃষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ধিক্কার মিছিল করা হবে। এছারাও বাইপাসের জন্যে অধিগৃহীত ড্রেনগুলি বুজিয়ে ফেলা হবে। করিম সাহেব আরও জানান যে তারা কোন হিংসার পথে যাবেন না, যা করবেন শান্তিপূর্ণ ভাবে। প্রাক্তন মন্ত্রী স্পষ্ট ভাবে জানান ‘টাকা দাও জমি নাও, আমরা বাইপাস বিরোধী নয়’।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!