ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয় শুরু হল সুবর্ণ জয়ন্তী উৎসব
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২২শে জানুয়ারি ২০১৮: পদ্মশ্রী করিমুল হক সাহেবের হাতে জ্বলল প্রদীপ। পঞ্চাশে পা রাখল ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়। সোমবার থেকে শুরু হল সুবর্ণ জয়ন্তী উৎসব। চলবে মঙ্গলবার পর্যন্ত। উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী সাজু তালুকদার, ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটা কলেজের অধ্যক্ষ শ্রী হীরেন্দ্রনাথ ভট্টাচার্য, ফালাকাটা ২ নং গ্রামপঞ্চায়েতের প্রধান শ্রী ভানু অধিকারী প্রমুখ। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী দীপক সরকার বলেন, সত্তরের দশকে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। তখন ভাঙা বাঁশের বেড়া আর টিনের চালের ঘরে পঠন পাঠন চলত। তবে বর্তমানে বিদ্যালয়টি উচ্চমাধ্যমিকে উন্নীত। পঠন পাঠন চলে দ্বিতল ভবনে। প্রধান শিক্ষক শ্রী বিকাশ সরকার জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে মঙ্গলবার পর্যন্ত। এদিন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী। বেলুন ওড়ান তিনি। পদ্মশ্রী শ্রী করিমুল হক সাহেব তাঁর বক্তব্যে বাবা মায়ের প্রতি পড়ুয়াদের শ্রদ্ধাশীল হওয়ার আবেদন জানান।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)