ধুপগুড়ীতে পাঁচ তক্ষক সহ গ্রেফতার এক যুবক
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৪ই জানুয়ারি ২০১৮: পাঁচ তক্ষক সহ গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায়।গোপন সুত্রে খবর পেয়ে বন দফতর অভিযান চালিয়ে পাচটি তক্ষক উদ্ধার করে। মোরাঘাট বনবিভাগের কর্মীরা তক্ষক উদ্ধার সহ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম সুরেশ টোপ্পো। ধৃত ডুয়ার্সের গেন্দ্রাপাড়া চা বাগানের টিন লাইনের বাসিন্দা। গোপন সূত্রে খবর পাওয়া যায় এক ব্যক্তি পাচটি তক্ষক নিয়ে ডাউকিমারিতে ঢোকে। মোরাঘাট বনবিভাগের রেঞ্জার শ্রী অজয় ঘোষ বলেন, ডাউকিমারি থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ডাউকিমারিতে অপর এক ব্যক্তির কাছে পাচটি তক্ষক উদ্ধার করা হয়েছে। তক্ষক উদ্ধারের ঘটনায় ফের এক উঠে আসল ডুয়ার্স জুড়ে তক্ষক পাচারের সক্রিয়তা। জঙ্গল লাগোয়া চা বাগানেই এখনও তক্ষক দেখা যায়। ওই তক্ষক গুলিকেই খাচা বন্দি করে বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অপর স্থানে পাচার করা হয়। বর্তমানে ধৃত ব্যক্তিকে হেফাজতের জন্যে বানারহাট থানায় রাখা হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)