ইসলামপুরের ক্রীড়া কোচিং ক্যাম্পের মাঠে চলছে অরাজগতা, উদাস প্রশাসন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১১ই জানুয়ারি ২০১৮: চরম অব্যবস্থার মধ্যে ইসলামপুর হাই স্কুলের মাঠে চলছে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট আর ফুটবল কোচিং ক্যাম্প। এর মধ্যেই হচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্রস্থুতি স্বরূপ প্যান্ডেল তৈরির কাজ। পাশাপাশি রয়েছে রোড রোমিওদের দাদাগিরি করে বাইকিং ও মোটোরিং। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে খুদে খেলোয়াড়দের। নেই কোন প্রতিবাদ। এই অব্ব্যাবস্থার বিরুদ্ধে ইসলামপুর মহকুমা ক্রীড়া উন্নয়ন কমিটি আন্দোলন করলেও আমল দিতে নারাজ প্রশাসন। মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
সাধারন মানুষের প্রশ্ন জেগেছে কোচিং ক্যাম্প চলাকালীন কেন অন্য একটি সরকারি অনুষ্ঠানের জন্যে মাঠ দিয়ে দেওয়া হল। যদিও পুলিশ মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে রোড রোমিওদের দৌড়াত্ন বন্ধ করতে খুব শিগগির তারা তৎপর হবেন। ক্রিকেট কোচিং ক্যাম্পের কোচ শ্রী জয়ন্ত চন্দ টিএনআই কে তার উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান যে মাঠের ওপর দুই চাকা, চার চাকা বেপরোয়া ভাবে চলছে, বোলিং রানওয়ের মধ্যে গর্ত খোরা হচ্ছে, এসবের মধ্যে কোচিং করানো বিপজ্জনক হয়ে উঠেছে। ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার সদস্য শ্রী রাজ সাহানিও এই ব্যাপারে চিন্তত। পুরপ্রধান তথা ইসলামপুরের বিধায়ক শ্রী কানহাইয়ালাল আগারওয়ালা বলেন “বিষয়টি খুব উদ্বেগজনক, তবে আমি হাই স্কুল কতৃপক্ষ ও পুলিশের সাথে কথা বলে উপজুক্ত পদক্ষেপ নেব”।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)