হিমঘরের আবাসন থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ধুপগুড়িতে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৯ই জানুয়ারি ২০১৮: রহস্যজনক ভাবে হিমঘরের আবাসন থেকে এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার একটি বেসরকারি হিমঘরের আবাসনে। মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৃতের নাম রাকেশ কুমার যাদব। সে হরিয়ানার বাসিন্দা।মাস ছয়েক আগে তার বিয়েও হয়, তবে কর্মসুত্রে সে এখানে থাকলেও তার স্ত্রী ও পরিবার হরিয়ানাতেই থাকত। এই হিমঘরের মেশিন চালানোর কাজ করত রাকেশ। এদিন সকালে হিমঘরের আবাসনের একটি ঘর বন্ধ অবস্থায় দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। দীর্ঘক্ষন ডাকাডাকির পর ঘর না খোলায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতের দাদা মুকেশ কুমার যাদব ওই হিমঘরেই কর্মরত। তার দাদা, স্ত্রী ও পরিবার নিয়ে হিমঘরের আবাসনেই থাকত বলে জানা গেছে।বেশ কিছুদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি মুকেশের।। সোমবার রাতেও মুকেশ তার ভাইকে ঘরে ঘুমানোর জন্যে এগিয়ে দিয়ে আসে। হিমঘর কর্তৃপক্ষই ধূপগুড়ি থানায় খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশ সুত্রে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)