সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতির কনভেনশন হল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৯ই জানুয়ারি ২০১৮: সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতির ফালাকাটা সাপ্লাই কমিটির কনভেনশন হল ফালাকাটা টাউন ক্লাবের সভাকক্ষে। ফালাকাটা টাউন ক্লাব থেকে একটি পদযাত্রা ফালাকাটা পরিক্রমা করে। এর পর টাউন ক্লাবের সভাকক্ষে শুরু হয় কনভেনশন। এই কনভেনশনে উপস্তিত ছিলেন সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতির রাজ্য সম্পাদক প্রদ্যুত্ চৌধুরী, কোচবিহার জেলা কমিটির সম্পাদক কাজল চক্রবর্ত্তী, ফালাকাটা সাপ্লাই কমিটির অফিস সম্পাদক পীযূষ শর্মা, ফালাকাটা সাপ্লাই কমিটির সভাপতি অনন্ত মুহুরী, যুগ্ম সম্পাদক সুদর্শন আইচ প্রমুখ ও প্রায় হাজার বিদ্যুত্ গ্রাহক।

এই কনভেনশনে সকল বক্তাদের আলোচনায় উঠে আসে বিদ্যুত বিল ৫০ শতাংশ কমান, সারা দিন ভাল ভোল্টেজ থাকা, কয়লার দাম ৪০ শতাংশ ও জিএসটি ৭ শতাংশ কমা সত্যে বিদ্যুত্ মাশুল বেড়েই চলেছে এর প্রতিবাদে সকলকে একযোগে আন্দোলনে নামতে হবে। বক্তারা বলেন প্রতি ইউনিট বিদ্যুতের উত্পাদনে খরচ পরে ২ টাকা ১৪ পয়সা থেকে ২ টাকা ১৭ পয়সা। খোলা বাজারে বিক্রি হয় ২ টাকা ৫৫ পয়সা। আর বিদ্যুত বন্টন কম্পানি গুলি আমাদের থেকে নিচ্ছে প্রতি ইউনিট ৭ টাকা ৫৫ পয়সা থেকে ৭ টাকা ৩১ পয়সা। বিদ্যুত নিয়ন্ত্রণ কমিশন বলেছে বিদ্যুত মাশুল কমাতে। ২০০৩ সালের ১০৮ নম্বর ধারায় রয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখে বিদ্যুত মাশুল কমান যেতে পারে। তা সত্যেও বিদ্যুত বন্টন কম্পানি গুলি বিদ্যুত মাশুল না কমিয়ে বারানর জন্য আবেদন করেছে। আমাদের বিদ্যুত মাশুল কমানোর জন্য সকলে একযোগে আন্দোলনে নামতে হবে। সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতির আন্দোলনের ফলে অনেক সমস্যার সমাধান হয়েছে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!