মহামিছিলের পরে কুচবিহারে তৃনমূল নেতাদের মধ্যে শুরু হল ফেসবুক কাজিয়া
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৬ই জানুয়ারি ২০১৮: গত কাল মহামিছিলে পা মিলিয়ে আজ ফেসবুকে কাজিয়া শুরু করলেন কুচবিহারের রাজনৈতিক মহলে। ফেসবুকে গোল বাধে বিধায়ক শ্রী উদয়ন গুহ ও সাংসদ শ্রী পার্থপ্রতিম রায় এর প্রফাইলে। মিছিল শুরুর আগে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কে “গাছ” এর সাথে তুলনা করে, বিধায়ক উদয়ন গুহর ফেসবুক প্রফাইল থেকে বলা হয় “ডালপালা নয় গাছ কে বাচিয়ে রাখতে, জল দিতে হবে গাছের গোড়ায়”।
জেলা সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছের মানুষ ছিলেন সাংসদ শ্রী পার্থপ্রতিম রায়, কিন্তু সাংসদ হওয়ার পর থেকে কার্যতই দুই নেতার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। উদয়ন বাবু গতকাল নাম না নিলেও তীর যে সাংসদ শ্রী পার্থপ্রতিম রায়ের দিকেই ছিলো আজ সাংসদের ফেসবুক লেখাতেই তা পরিস্কার হয়ে যায়। সাংসদ শ্রী পার্থপ্রতিম রায়ের ফেসবুক ওয়ালে আজ ভেসে ওঠে লেখা “গাছের গোড়ায় যেমন জল দিতে হয়, যত্ন নিতে হয় ডালপালারো, তবেই গাছের শ্রীবৃদ্ধি আর শোভা ……….”। তবে সাংসদ ও বিধায়কের এই ফেসবুক তরজা নিয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃনমুলের কোন নেতা্ব।